যুদ্ধ জয়ের মাসে

মায়ের কোলে অবুঝ শিশু
অবুঝ হাসি হাসে,
বাংলা মাও হাসছে দেখো
যুদ্ধ জয়ের মাসে।

শিশিরগুলো মুক্তো হয়ে
ঝরে সবুজ ঘাসে,
লাল সবুজের পতাকা উড়াই
যুদ্ধ জয়ের মাসে।

বায়ান্ন আর একাত্তর আজ
চোখের সামনে ভাসে,
বীরসেনাদের স্মরণ করি
যুদ্ধ জয়ের মাসে।

এই মাটি ভিজবেনা আর
রক্তভেজা লাশে,
দেশ গড়ার স্বপ্ন বুনি
যু্দ্ধ জয়ের মাসে।

দেশ রক্ষায় যুদ্ধে যাবার
সময় যদি আসে,
যুদ্ধে যাবো, করছি শপথ,
যুদ্ধ জয়ের মাসে।

রনেল, ১৬.১২.১২