কথা বার্তা

অগাধ বিশ্বাস নিয়ে হয়তো কাউকে ভালবেসেছেন। তার পথ চেয়ে বসে আছেন। একদিন তাকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখেন। কোনও একদিন জানতে পারলেন তেমনিভাবে আপনাকেও কেউ একজন ভালবাসে। আপনাকে নিজের করে পেতে চাইছে। কিন্তু আপনি তা আমলে আনছেন না। আপনার যে অন্য কাউকে দরকার!

পিছন ফিরে তাকান, যে ভালবাসা যেঁচে দিতে চাইছে গ্রহণ করুন। কে জানে হয়তো মরিচীকার পিছে ছুটছিলেন এতদিন! কী? পারবেন না? নিজের ভালবাসাকে দূরে ঠেলে দিতে।

পৃথিবীতে যখন এসেছিলেন মা ছাড়া আপন বলতে তো কেউ আর ছিল না। সে মায়ের কোল যখন ছাড়তে পেরেছেন, এটাও পারবেন।